অবৈধ বিদ্যুৎ ব্যবহার করছে পুজা মন্ডপ গুলি

অবৈধ বিদ্যুৎ ব্যবহার করছে পুজা মন্ডপ গুলি

চাঁদপুর প্রতিনিধি

আর মাত্র কদিন পরে শুরু হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়িদের দূর্গা পুজার উৎসব,সে আলোতে দেশের জেলা গুলিতে শত শত দুর্গা পুজার মন্ডপ করা হয়েছে, আর পুজা উপলক্ষে সরকারি ভাবে প্রতিটি জেলার পুজা মন্ডপ গুলিতে সরকারি অনুদান দেওয়া হয়েছে প্রতি বছরের মত এ বছর ও

কিন্তু মুল কমিটির আর্থিক সহযোগীতায় প্রতিটি মন্ডপে তাদের ধর্মিয় অনুষ্টান সম্পূর্ণ হয়, আর দূর্গা পুজাটি শুরু থেকে শেষ দশমি বিসর্জন পর্যন্ত পাচ দিন আলোক সজ্জা করা হয় জাক জমক পূর্ণ ভাবে, বিশেষ করে সড়কের উপরে মরিচ বাতির সিংল সহ নানাহ ধরনে লাইটিং এবং মনাডপের ভীতরে ২০-৩০ টি ডিজে লাইট ব্যবহার করে রঙ্গিন করে, রয়েছে ২-৪ পেয়ার সাউন্ট, প্রতি এক পেয়ার সাউন্ট ২৫০ মেগা ওয়াড বিদ্যুৎ ব্যাবহার করে চালাতে হয় সব মিলিয়ে প্রতি পুজা মন্ডপ গুলি এক হাজার মেগাওয়াড এর বেশি বিদ্যুৎ ব্যবহার করছে

কিন্তু পুজা আসলে যে হারে আলোক সজ্জা করে তাতে সরকারি পৌর সভার বিদ্যুত সহ হাউজ লাইন সরাসরি ল্যম্প পোষ্ট থেকে নামিয়ে ব্যবহার করে, এতে করে সরকারি বিদ্যুত খাত থেকে বিগত পাচ দিনে মোটা অংকের টাকা হারায় তার সাথে অবৈধ বিদ্যুত ব্যবহার ফলে মোটা অংকের টাকা গুনতে হয় পৌর কর্তৃ পক্ষের, বছরে বড় ধরনের দুইটি পুজার মধ্যে একটি দুর্গা উৎসব আরেকটি স্বরৎসতি এই দুই পুজায় আলোক সজ্জার পাল্লা হয় কে কতটা আলোক সজ্জা করে সুন্দর থেকে সুন্দরতমে পরিণত করে সুনাম অর্জন করবে,

তাদের হাড্ডা হাড্ডিতে সরকার বিদ্যুৎ খাতে কতটা ক্ষতি গ্রস্হ্য হচ্ছে তাহা পরে টের পায়, কিন্তু নিয়ম অনুযায়ি অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারে মিটার স্হাপনের নিয়ম থাকলে ও তাহা পুজার সময় দেখা যায় না, তবে ইসলামী সম্মেলন গুলিতে মিটার স্হাপন করে বিদ্যুৎ ব্যবহার করতে দেখা যায়,অপর দিকে পাল্লা দিয়ে চলে সাউন্ট সিস্টেম অতিরিক্ত শব্দ দোশন আইনের ধারায় অপরাধ থাকলে ও তাহা মানছে না পুজা কমিটির লোকজন, আবার গভীর রাত পর্যন্ত সাউন্ট চালিয়ে লুঙি ডেন্সে মেতে উঠে এরা, এতে করে আসপাশের লোকজনের যেমন ঘুম নষ্ট হয় ঠিক তেমন করে শিক্ষার্থীদের লেখাপরায় ব্যগাত ঘটে,তাছাড়া অনেক সময় আযান ও নামাজের সময় তারা সাউন্ট চালানোর অভিযোগ করেন অনেকে

চাঁদপুর শহরের পুরান বাজার নিতাইগঞ্জ রোড কালি মন্দিরের এই সড়ক আলোক সজ্জার ছবিটি আজ শুক্র বার সন্ধ্যার পরে তোলা পুজার তিন দিন আগেই অবৈধ বিদ্যুৎ ব্যবহার করে জলছে কয়েক হাজার মরিচ বাতি এসব আলোক সজ্জার কারনে ভারি যান বাহন এই পথ দিয়ে চলাচল করতে পারছে না ফলে যান চলাচলে অনেকটা বৃগ্ন ঘটতে বিকেলে সরজমিন লক্ষ করা যায়, এমন চিত্র দাস পাড়া সড়কটি

চলতি বছর চাঁদপুর শহরের পুরান বাজার নিতাইগঞ্জ রোড, বারোয়ারি, পুলিশ ফাড়ির সামনে, হরিসভা, হরিজন কলোনী,ঘোষ পাড়া, দাস পাড়া,পাল পাড়া,নতুন বাজার কালি মন্দির,বি এন পি অফিস মোখাজি ঘাট, পাল পাড়া ঘোষ পাড়া স্বর্ণ খোলা,রেল ওয়ে হরিজন কলোনী, মিশন রোড আশুম সহ আরো কয়েকটি যায়গায় দূর্গা পুজা অনুষ্টিত হবে প্রতিটি মন্ডপে অবৈধ বিদ্যুত ব্যবহার করে এক কথায় জেলা জুরে চলছে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের মহাৎসব,
মুলত বিষয় হচ্ছে উপরন্ত বিষয় গুলির উপর নজর দিতে চাঁদপুর বিদ্যুত বিভাগ,পৌর কর্তৃপক্ষ,জেলা প্রশাসক সহ পুলিশ সুপারের দৃষ্টি কামনা করেছেন সচেতন মহল,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD