কচুয়ায় ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
কচুয়া প্রতিনিধি৷
চাঁদপুরের কচুয়া পুলিশ গোপন সংবাদের ভিওিতে গত শনিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার সাহারপাড় এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ অলিউল্লাহ অলি। গ্রেফতার কৃতরা হচ্ছে-বরুড়া উপজেলার চাঁনপুর গ্রামের হারুনুর রশিদের পুত্র রাছেল (২৫), ভাতেশ্বর গ্রামের শাহানুর হক মজুমদারের পুত্র কলিম উল্লাহ্ (৩২) ও কচুয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামের আইয়ুব আলীর পুত্র শিপন(২৫)। গ্রেফতারকৃতদেরকে গতকাল রবিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।