অতিরিক্ত ডি আই জি জিহাদুল কবির এর এক মাএ কন্যা ইসরা কবিরের আজ শুভ জন্ম দিন
সোনালী ডেক্স নিউজ
আজ ২২ শে জুলাই ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডি আই জি জিহাদুল কবির বিপিএম পি পি এম এর এক মাএ কন্যা ইসরা কবিরের আজ শুভ জন্ম দিন, তার শুভ জন্ম দিনটি ঘড়োয়া পরিবেশে পালিত হয়েছে,
করোনা মহামারীর কারনে ইসরা কবিরের জন্ম দিনটি আনন্দ উল্লাসের ঝে কাটাতে না পারলেও ঘড়োয়া পরিবেশে জন্ম দিনটি তার জীবনে অনেক আনন্দের দিন ছিলো, হাটি হাটি পা পা করে ইসরা আজ ১৪ তম জন্ম বার্ষিকী পালিন করে আল্লাহর কাছে শুকরিয়া কামনা করেন, ইসরা কবির বর্তমানে ঢাকা ভিকারুননেছা ইস্কুল এন্ড কলেজে নবম শ্রেণির ছাএি, তার উজ্জ্বল ভবিৎসত কামনা করেছেন পরিবার বর্গ,,
ইসরা কবির গত বছর অষ্টম শ্রেণির পরিক্ষায় জি পি এ ফাইভ পেয়েছিলো তাহার মাতা সাদিয়া কবির ও ছোট ভাই ইরাম কবির, তাহার জন্য দেশবাসি সহ আত্বিয় স্বজনদের কাছে দোয়া চেয়েছেন বাবা জিহাদুল কবির।