পাবনা-কুষ্টিয়া মহাসড়কে সড়ক দূর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
রফিকুল ইসলাম কুষ্টিয়া
পাবনা-কুষ্টিয়া মহাসড়কস্থ মিরপুরের বহলবাড়িয়া সেন্টার নামক স্থানে সড়ক দূর্ঘটনায় রাশেদুজ্জামান তন্ময় (৩৫) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মটর সাইকেল আরোহী তন্ময় মোটরসাইকেল যোগে কুষ্টিয়ায় যাওয়ার পথে পিছন থেকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে সে ছিটকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
তিনি দৌলতপুর উপজেলার রিফায়েতপুর গ্রামের মনিরুজ্জামানের ছেলে এবং বাংলাদেশ রেলওয়ে পুলিশের কুষ্টিয়া সার্কেলে কলষ্টেবল পদে কর্মরত ছিলেন।
মিরপুর থানার ওসি আবুল কালাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।