এই ছেলেটির পরিচয় খুঁজে পেতে সেয়ার করুন।
ফরিদগঞ্জ প্রতিনিধি
গত কয়েক দিন যাবত এই অবুঝ বাচ্চাটি
চাঁদপুর, ফরিদগঞ্জ , বোয়াডার বাজার রাত হলে এভাবে বেন্চের ওপর গুমিয়ে থাকে, দিন হলে মানুষ কাছ থেকে ২/৫/টাকা উটিয়ে ভিক্ষা করে খায়।ছেলেটা ঠিক মত কথা বলতে পারেনা, নিজের পরিচয় কিছুই বলতে পারেনা।
এখন পর্যন্ত ছেলেটার কোন পরিচয় পাওয়া যায়নি,
কোথায় বাড়ি কোথায় ঘর এবং কে বাবা, কে মা,
দয়া করে ছেলেটাকে তার বাবা মায়ের কাছে পোঁছে দিতে সাহায্য করুন,
যার সন্তান একমাএ সেই বুজে সন্তানের মায়া
আল্লাহ ছেলে টাকে একটা ভালো ব্যবস্থা করুক (আমিন)।