চাঁদপুর জেলা পুলিশ বিদায় জানালো এস পি মিজানুর রহমান কে
জসিম উদ্দিন মিলন
চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত এস পি মিজানুর রহমান কে চাঁদপুর জেলা পুলিশ বিদায় জানালো অশ্রু ভরা চোখের জ্বলে,
বৃহস্পতিবার সকাল ১১ টার সময় জেলা পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশের পক্ষ থেকে সুযোগ্য পুলিশ সুপার মাহাবুবুর রহমান পিপি এম (বার) ফুলের শুভেচছার মধ্যে দিয়ে বিদায়ী সংবর্ধনা জানান একই সাথে সন্মাননা পদক হাতে তুলে দেন,
উল্লেখ্য চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ মিজানুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) এর শিল্প পুলিশ, ময়মনসিংহ অঞ্চল এর পরিচালক হিসেবে বদলী হওয়ায় জেলা পুলিশ, চাঁদপুরের উদ্দ্যেগে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে বিদায় জানানো হয়
মোঃ মিজানুর রহমান বিগত তিন বছর যাবত চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার এর দায়িত্ব পালন করেছেন সততা ও নিষ্টার সাথে, যার কারনে গত বছর তিনি এস পির মর্যাদায় পদোন্নতি লাভ করেন, এবং জেলাকে জনবান্ধন হিসেবে গড়ে তুলে তিনি অপরাধ মুুক্ত চাঁদপুর জেলা গড়ে তোলেন, চলতি বছর তিনি শিল্প পুলিশ ময়মনসিংহ অঞ্চলের পরিচালক হিসেবে দায়িত্ব পাওয়ার বদলীর আদেশ আসে, এর পরে তিনি নঁতুন কর্মস্হলে যাবার পূর্বে চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী সংর্বধনা জানান।
এস পি মিজানুর রহমান বলেন চাঁদপুর জেলার পুলিশ যেমনি একে অপরের সঙ্গী হযে কাজ করে ঠিক তেমনি জেলার মানুষ গুুলি পুলিশের জনবান্ধন হিসেবে কাজ করে, আমার তিন বছরে জেলার প্রতিটি মানুষের কল্যাণে কাজ করে আজ বিদায় রজনীতে বিদায় বিরহ বিদারক লাগছে যদিও জেলা থেকে চলে যাচ্ছি তবুও মনে থাকবে জেলার প্রতিটি মানুষ সহ আমার সহযোদ্বাদের।
বিদায়ী সময় উপস্থিত ছিলেন পদোন্নতি প্রাপ্ত এ এস পি আবু জাফর, ও ডি আই ও ২ এর ইনচার্জ মোঃ মাহাবুব মোল্লা সহ আরো অনেকে