এস পি মিজানুর রহমান এর কৃতজ্ঞতা প্রকাশ
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত এসপি জনবান্ধন মোঃ মিজানুর রহমান চাঁদপুর তিনটি বছর থেকে পুলিশ বাহিনীর কল্যাণ সহ জেলাবাসিকে জনবান্ধব হিসেবে গড়ে তুলেছেন, তিনি বিদায়ী রজনীতে নিজের চোখের জ্বল ধরে রাখতে পারেনি, তবে মনের অনুভূতিটা প্রকাশ না করতে পারলেও চোঁখে মুখের ধোযাসার ছাপটি প্রতিটি পুলিশের নজরে পড়েছে, যাহা তিনি নিজেও অনুভব করতে পেরে আজ জেলার পুলিশ সুপার সহ জেলা পুলিশের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সরকারি পেইজবুক পেইজে, যাহা আমরা হুবহু তুলে ধরলাম।
তিন বছরেরও অধিককাল সময় চাঁদপুর জেলা পুলিশে অবস্থান করে প্রস্থান করলাম। করোনা কালীন এই দুর্যোগের সময়ে চাঁদপুর জেলা পুলিশ যে সম্মান আমাকে দেখিয়েছে তা আমার স্মৃতিতে চিরভাস্বর হয়ে থাকবে। এজন্য আমার অন্তরের অন্তস্থল থেকে চাঁদপুর জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ মাহবুবুর রহমান পিপিএম-বার স্যার কে জানাই অশেষ কৃতজ্ঞতা। এছাড়া জেলার সকল উর্দ্ধতন কর্মকর্তা সহ সকল পর্যায়ের সদস্যদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।