জেলা প্রশাসকের পক্ষ থেকে রাজ রাজেশ্বর নদি ভাংতি মানুষের মাঝে ত্রান বিতরন করেন মাহমুদ জামান
চাঁদপুর প্রতিনিধি
জেলা প্রশাসক মো: মাজেদুর রহমান খান স্যারের নির্দেশনা মোতাবেক আজ রোব বার চাঁদপুর জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসন থেকে রাজ রাজেশ্বর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১৮৩ টি পরিবারকে ১০ কেজি করে চাল ও ১০০ পরিবারের মধ্যে ১০০ প্যাকেট শুকনো খাবার (১৫ কেজি ওজনের) শুকনা খাবার প্রদান করা হয়। মোট উপকারভোগী পরিবার ১২৮৩টি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল্লাহ আল মাহমুদ জামান, উপজেলা নির্বাহী অফিসার, চাঁদপুর সদর কানিজ ফাতিমা,সদর উপজেলার পিআইও, রাজ রাজেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী বেপারি ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, জেলা প্রশাসনের ভলান্টিয়ারদেরবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এলাকার রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ।