আবু জাফরকে জেলা পুলিশের বিদায়ী সংবর্ধনা
শহর প্রতিনিধি চাঁদপুর
চাঁদপুর এর ডিআইও-১ মোঃ আবু জাফর এর সহকারি পুলিশ সুপার পদে পদোন্নতি পেযে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে বদলী হওয়ায় চাঁদপুর জেলা পুলিশ, এর উদ্দ্যেগে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আযোজন করা হয,
আজ রোব বার সকাল ১১ টার সময় পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মাহাবুবুর রহমান পিপিএম ( বার) অতিরিক্ত পুলিশ সুপার আবু জাফর কে ফুল দিযে শুভেচ্ছা ও সন্মাননা পদক দিযে বিদায়ী জানান,
একই সময় পুলিশ সুপার মহোদয় সহকারি পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত চাঁদপুর এর ডিআইও-১ জনাব মোঃ আবু জাফর’কে র্যাংক ব্যাচ পড়িয়ে দেন।
সে সময উপস্হিত ছিলেন পুলিশের উদ্বোর্তন কর্মকর্তা।