রাস্তাত নয় যেনো মরণ ফাঁদ
শাহরাস্তি প্রতিনিধি
চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার রাস্তার ব্যপক উন্নয়ন হলেও মেহের কালিবাড়ি থেকে খিলা বাজার (হোসাইন আহম্মেদ সড়ক) এর দেবকরা বাজার হইতে খিলা বাজার পর্যন্ত সড়কটি বেহাল দশায় পরিণত হযেছে, যাতায়ত যানবাহন গুলি দূর্ঘটনার শিকার হচ্ছে বলে এলাকাবাসী সহ চারকরা বলেন,
সরজমিন দেখা যায় একপশলা বৃষ্টিতে রাস্তায় কাদা মাটিতে পরিণত হয়, তখন আস পাশের মানুষ পাযে হেঁটে চলাচল করতে গিয়ে পরনে থাকা কাপর কাদা মাটিতে নষ্ট হয়, এছারা চলাচল কারি ছোট বড় যানবাহন গুলি ওই রাস্তা দিয়ে চলাচলের সময ছোট বড় গর্তে চাকা পরে এক দিকে কাইত হয়ে যায়, তখন যাএীবাহি গাড়ির যাএী সাধারণ গাড়ি থেকে পড়ে শারিরিক ভাবে আঘাৎ পায বলে অনেকেই বলেন, এছারা একে অপরকে সাইট দিতে গিয়ে রাস্তার উপর থেকে নিচে পরে যাওয়ার সম্ভাবনা রযেছে বলে চারকরা বলেন,
বর্তমানে বর্ষা মৌসুমে ওই সড়কটি যেনো মরণ ফাঁধে পরিণত হযেছে, রাস্তার এমন মরণ দশার কারনে যে কোন মূহুর্তে প্রাণ হানির ঘঠনা ঘটতে পারে বলে এলাকাবাসি বলেন আর তাই জরুড়ি ভাবে সড়কটি সংস্কার কাজ করে চলাচলের উপযোগী হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন ভোক্ত ভুগি সহ সচেতন মহল।