চাঁদপুরের ফরিদগঞ্জে গরুবাহী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
আমান উল্যা আমান চাঁদপুরঃঃ-
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা গরুবাহী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার রাতে ফরিদগঞ্জ পৌরসভার পেট্রোলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন মোঃ জিসান মিয়া (২১) রাসেল (২২) তাদের বাড়ি উপজেলার ১০ নং গোবিন্দপুর ইউনিয়নের। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রকিব জানান,চাঁদপুরের ফরিদগঞ্জ দিয়ে চট্টগ্রাম যাচ্ছিল ঢাকা মেট্রো ট-১৮-৭৪৫১ ট্রাকটি। এটি ফরিদগঞ্জ পৌরসভার পেট্রোল পাম্প এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী মোটরসাইকেলকে সজােরে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীরা নিহত হয। শেষ খবর পাওয়া পর্যন্ত পোস্টমর্টেম রিপোর্টের জন্য চাঁদপুরে পাঠানো হয়।
বার্তা প্রেরক
আমান উল্যা আমান
চাঁদপুর প্রতিনিধি