নিহত শামিম হত্যা পুলিশ বাদী মামলার দুই আসামি আটক
পুরানবাজার প্রতিনিধি
চাঁদপুর শহরের পুরানবাজার শামিম হত্যার ঘটনায় পুলিশ বাদী মালার সাত নং আসামি সহ দুই জন কে আটক করেছে পুরানবাজার পুলিশ
বুধ বার রাত ৮ টার সময় পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মাসুদ সঙ্গীয় ফোর্স নিয়ে লোহার পুল এলাকা থেকে মামলা ৭ নং আসামী মিলন হাওলাদার ( 34), পিতা- আবুল হাওলাদার, গ্রাম- মধ্য শ্রীরামদী কবরস্থান রোড, এছারা মামলার ৩৯ নং আসামী নুর আলম বিশু ( 23), পিতা- খালেক হাওলাদার, থানা-সদর, জেলা-চাঁদপুর গ্রেফতার করেছেন বলেন ইনচার্জ মাসুদ জানান,
আটক কৃত দুইজন কে চাঁদপুর সদর মডেল থানায় প্রেরন করা হযেছে, এ নিয়ে শামিম হত্যার ঘটনায় পুলিশ বাদী মামলার মোট ১৪ জন আসামিকে আসক করেছেন,বাকি পলাতক আসামিদের দ্রুত আটক করা হবে বলে ইনচার্জ বলেন।