চাঁদপুরের শাহরাস্তি শ্রী শ্রী গোপাল জিউ আখড়ার ৪১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন
শাহরাস্তি প্রতিনিধি
চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ঐতিহ্যবাহী শ্রী শ্রী গোপাল জিউ আখড়ার পরিচালনার জন্য নব কমিটি গঠিত হয়েছে। এ প্রতিষ্ঠানে প্রায় ৪বছর পর ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা দেওয়া হয়। এতে সভাপতি শ্রী বিমল চন্দ্র পাল, সাধারন সম্পাদক শ্রী মহেন্দ্র দত্ত মন্টা, ও সাংগঠনিক সম্পাদক শ্রী মিঠুন চন্দ্র দাসকে রেখে উক্ত ৪১ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষনা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক ভক্তবৃন্দের উপস্থিতিতে ও সমর্থনে এ কমিটি ঘোষনা করা হয়। নতুন কমিটির সভাপতি শ্রী বিমল চন্দ্র পাল বলেন, দীর্ঘদিন এ ঐতিহ্যবাহী গোপাল জিউ আখড়ায় দৈনন্দিন সেবা কার্যক্রম ও ভোগ বিরাজ বন্ধ থাকায় আমরা এলাকাবাসী ও ভক্তবৃন্দের উপস্থিতি এবং সমর্থনে মন্দির পরিচালনা কার্যক্রম করার লক্ষ্যে এ কমিটি ঘোষনা করেছি। সাধারন সম্পাদক শ্রী মহেন্দ্র দত্ত বলেন, এ গোপাল জিউ আখড়া একটি জাগ্রত প্রতিষ্ঠান, কিন্তু দুঃখের বিষয় বিগত কয়েক বছর ধরে এ প্রতিষ্ঠানের সকল সেবা বন্ধ ও যথাযথ নিয়মে পরিচালিত হয়নি। দীর্ঘদিন ধরে ভগবানের ভোগ-বিরাজ বন্ধ এবং এই প্রতিষ্ঠান পরিত্যাক্ত ভাবে পরে রয়েছে। তাই আমরা সকলের সঙ্গে সহযোগিতা নিয়ে সুষ্ঠ ও সুন্দর মত গোপাল প্রভুর সেবা, অনুষ্ঠান করতে এগিয়ে যাব। । সাংগঠনিক সম্পাদক শ্রী মিঠুন চন্দ্র দাস বলেন, আমরা যুব সমাজ সনাতন সমাজের উন্নয়নের ধারা অব্যহত রাখতে আমাদের এ ধর্মীয় প্রতিষ্ঠান পূণরায় জাগরণ করার লক্ষ্যে এলাকাবাসী ও উপস্থিত ভক্তবৃন্দের সমর্থন ক্রমে এ কমিটি ঘোষনা করি এবং কমিটি হিসাব নিকাশ, বিভিন্ন সভা পরিচালনাসহ সার্বিক বিষয়ে একটি রেজুলেশন করা হয়। সেই মোতাবেক এ কমিটি ও বিভিন্ন্ কার্যক্রম পরিচালিত করবে বলে সভায় সর্বসসম্মতি ক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
উপস্থিত সকল সদস্য ও সদস্যাদের সর্ব সম্মতিক্রমে অত্র পরিচালনা কমিটির মেয়াদ ৩ বছর ধার্য্য করা হইল এবং প্রতি বৎসর ২টি সভার আয়োজন করা হইবে। সভায় সকলের সম্মতিতে সাধারণ সম্পাদক শ্রী মহেন্দ্র দত্ত মন্টা কে মন্দির পরিচালনার দায়িত্ব দেয়া হয়।