দেশবাসিকে ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন পত্রিকার এম,ডি জসিম উদ্দিন মিলন।
নিউজ ডেক্স
বৈশ্বিক করোনা মহামারি চলছে, দেশ ও জাতি স্তম্ভিত।
চারদিকে মৃত্যুর আশঙ্খা সবার মস্তিষ্কে ঘুরপাক করছে । এরই মাঝে ১লা আগষ্ট পালিত হবে মুসলিম ধর্মীয় ঈদুল আযহা।
ঈদ ঠিকই পালন হয়ে যাবে, খেকে যাবে করোনায় মৃত্যুর ভয়। তবুও দূর্চিন্তা ভয় ভীতিকে এক পাশে রেখে সবার মাঝে ঈদের আনন্দ ভয়ে আনুক অনাবিল সুখ সাচ্ছন্দ।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দল মত নির্বিশেষে সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন সোনালী চাঁদপুর নিউজ ডটকম এর ব্যবস্হাপনা পরিচালক, শাহরাস্তি উপজেলা যুবদলের ভাইস প্রেসিডেন্ট, চাঁদপুর জজ কোর্টের ইন্টার্ন এডভোকেট, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি চাঁদপুর জেলার সুযোগ্য সেক্রেটারি মোঃ জসিম উদ্দিন মিলন, এল,এল,বি।