দেশবাসিকে ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন পত্রিকার উপদেষ্টা খায়রুল ইসলাম বিল্লাল
নিউজ ডেক্স
বৈশ্বিক করোনা মহামারি চলছে, দেশ ও জাতি স্তম্ভিত।
চারদিকে মৃত্যুর আশঙ্খা সবার মস্তিষ্কে ঘুরপাক করছে । এরই মাঝে ১লা আগষ্ট পালিত হবে মুসলিম ধর্মীয় ঈদুল আযহা।
ঈদ ঠিকই পালন হয়ে যাবে, খেকে যাবে করোনায় মৃত্যুর ভয়। তবুও দূর্চিন্তা ভয় ভীতিকে এক পাশে রেখে সবার মাঝে ঈদের আনন্দ ভয়ে আনুক অনাবিল সুখ সাচ্ছন্দ।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দল মত নির্বিশেষে সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন সোনালী চাঁদপুর নিউজ ডটকম এর উপদেষ্টা খায়রুল ইসলাম বিল্লাল,
এছারা তিনি চাঁদপুর জেলা দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁদপুর সময় পএিকার উপদেষ্টা হিসেবে আছেন