দেশ বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাদিয়া কবির
নিউজ ডেক্স
মুসলিম উম্মাহর প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল আযহা।
চলমান করোনা প্রাণঘাতী ভাইরাসের আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক, সামাজিক দূরত্ব মেনে চলার অনুরোধ করে দেশবাসী সহ পুনাক এর সকল কর্মকর্তা ও সদস্যদের পবিত্র ঈদুল আযহার উপলক্ষ্যে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন পুণাক কেন্দ্রীয় ব্যাংকের সদস্য সাদিয়া কবির
তিনি বলেন পবিত্র ঈদ-উল আযহার দিনে সব ভেদাভেদ ভুলে একে অপরকে ভালোবাসা জড়ানোর দিনে ভালোবাসে মিলনের পবিত্র ঈদ উল আযহা উদযাপিত করুুন,
কেনো না অন্যায়, অবিচার, ঘৃণা, বিদ্বেষ, হিংসা, হানাহানি-মান। ভূলে ঈদ যে আনন্দের বার্তা বয়ে এনেছে, প্রতিবেশীদের নিয়ে ঈদ পালন করুন একই সাথে নিজেদের কোরবানির পশুর মাংস গরিবদের মাঝে বিতরণ করুন তার সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদুল আযহার আনন্দ উপভোগ করার অনুরোধ জানিয়ে আবারো সবািকে ঈদ মোবারক জানান তিনি
এছারা সাদিয়া কবির ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডি আই জি জিহাদুল কবির বিপিএম পিপিএম এর সহধর্মিণী।
সম্পাদনায এস আর শাহ আলম