পুণাক সভানেত্রীর ফারহানা চৌধুরীর ঈদ শুভেচ্ছা
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর জেলার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর জেলা পুণাক এর সভানেত্রী ফারহানা চৌধুরী
তিনি তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, আমি সর্বস্তরের জনসাধারণের অব্যাহত সুখ-শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। ঈদুল আযহার উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। বছর ঘুরে আসে ঈদুল আযহার আনন্দঘন মুহূর্ত। বর্তমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে, সরকারি নির্দেশনাকে শ্রদ্ধা জানিয়ে পবিত্র ঈদুল আজহার শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সহানুভূতিশীল মানবতা, ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারনে এবার হয়তো পূর্বের ন্যায় সবাইকে নিয়ে ঈদের আনন্দ উদযাপন করা সম্ভব হবে না। তবুও আমরা যে যেখানে থাকি ঘনিষ্ঠজন,
নিকটজনসহ এই ঈদের আনন্দ ভাগ করে নেব। কোন অসহায় ও দুস্থ মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়। সে জন্য যারা স্বচ্ছল তারা যেন তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। যাতে দরিদ্র মানুষ ঈদের আনন্দের অংশীদার হতে পারে। পরিশেষে এ অদৃশ্য মহামারি থেকে আমাদের রক্ষা করতে মহান রাব্বুল আলামীনের নিকট দোয়া প্রার্থণা করছি। পবিত্র এ দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তিময় সুবাতাস। ঈদ মুবারাক
শুভেচ্ছান্তে
ফারহানা চৌধুরীর
সভানেত্রী পুলিশ নারি কল্যাণ চাঁঁদপুর