কচুৃয়া স্বাস্থ্য কমপ্লেক্সে হাইফ্লো অক্সিজেন ক্যানোলা হস্তান্তর
আফাজ উদ্দিন মানিক,কচুয়া
চাঁদপুরের কচুৃয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যানোলা হস্তান্তর করা হয়েছে। ২ আগষ্ট দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সালাহ উদ্দীন মাহমুদের সভাপতিত্বে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কচুয়া উপজেলা আওয়ামী যুবলীগ সাবেক সভাপতি এডভোকেট হেলাল উদ্দীনের পরিচালনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি টেলিকনফারেন্সের মাধ্যমে অনুষ্টান উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড. সেলিম মাহমুদ। এ সময় তিনি হাইফ্লো অক্সিজেন ক্যানোলা সহ ২১ টি সরঞ্জামাদি স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সালাহ উদ্দীন মাহমুদ হাতে আনুষ্ঠানিক ভাবে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে এ ছাড়া বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারী, সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজলা আওয়ামীলীগ সহ সভাপতি মোঃ আমির হোসেন,,কচুয়া পৌর মেয়র নাজমুল আলম ম্বপন, পৌর আওয়ামীলীগ সভাপতি আকতার হোসেন সোহেল (ভূইয়া) সহ উপস্থিত নেতৃবৃন্দ।