ফরিদগঞ্জে রাস্তায় বিধবার সন্তান প্রসব
জসিম উদ্দিন, ফরিদগঞ্জঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে এক বিধবা রাস্তায় সন্তান প্রসব করেছে। স্বামীর মৃত্যুর ২ বছর পর সন্তান প্রসব করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনা ঘটেছে উপজেলার ৭নং পাইকপাড়া ইউনিয়নের কাঁশারা গ্রামে।
এ ঘটনায় ভিকটিম খাদিজা বেগম(২৪) জানায়, আমার স্বামী মারা যাওয়ার পর চান্দ্রা বাজারের ডিস লাইনে কাজ করা মোঃ সুমন মিয়া (৩০) বিয়ের প্রলোভন দেখিয়ে চাঁদপুরের বিভিন্ন আবাসিক হোটেলে নিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিবার শারীরিক সম্পর্ক করে। এতে ভিকটিম গর্ভবতী হয়ে পড়ে। কিন্তু বিয়ে করার কথা বললে আজ নয়, কাল বলে বলে তালবাহানা করে আসছিল। গত ২রা আগষ্ট বিকালে খাদিজা বেগম তার মা সহ সি এন জি করে ডাক্তারের কাছে যাচ্ছিল হঠাৎ প্রসব ব্যাথা উঠলে ইউনিয়নের নদনা গ্রামের পল্লি ডাক্তার আনিছের বাড়ীর সামনে রাস্তার পাসে সে মেয়ে সন্তানের জন্ম দেয়।
এ ব্যাপারে পল্লি ডাক্তার আনিছ বলেন, আমি আমার ঘরের যানালা দিয়ে দেখি রাস্তার পাশে এক জন মহিলা সন্তান প্রসব করছে,আমি মানবিক দিক বিভেচনা করে আমার স্তী ও অন্যান্ন মহিলারা সহ এসে নার কেটে তাদের বাড়ীতে পাটিয়ে দেই। মা ও শিশু দুজনই সুস্হ্য আছে।