পুরানবাজার শামিম হত্যার পুলিশ বাদী মামলার আসামি বধু আটক
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর শহরের পুরানবাজার দুই গ্রুপের মারামারিতে শামিম নামে এক যুবক নিহত হয়, নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে,সেই মামলার এজাহারনামীয় ২১ নং আসামী বধু পাটোয়ারী, পিতা: শরবত আলী পাটোয়ারী, সাং: কবরস্থান রোড কে
মঙ্গল বার রাতে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ, আটক কৃত আসামিকে আজ বুধ বার আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি নাসিম উদ্দিন বলেন।