অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ কে বিদায় জানালো জেলা পুলিশের পক্ষে এস পি
জসিম উদ্দিন মিলন
চাঁদপুুর এর অতিরিক্ত পুুলিশ সুপার সদর সার্কেল জাহেদ পারভেজ চৌধুরীকে বিদায়ী সংবর্ধনা জানিয়েছেন জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান পিপিএম (বার),
বুধ বার সকাল ১১ টার সময় পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে এক সংবর্ধনা অনুষ্টান অনুষ্টিত হয়, উক্ত অনুষ্টানে আলোচনা সভার পরে জেলা সদর থানা সহ প্রতিটি থানার অফিসার্দদের পক্ষ থেকে বিদায়ী সন্মাননা পদক উপহার দেওয়া হয়।
সে সময় এস পি মাহাবুবুর রহমান ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে জেলা পুলিশের পদক টি হাতে তুলে দেন, ুউল্লেখ্য জাহেদ পারভেজ চৌধুরী নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলী হয়েছেন,
সে সময় ুউপস্হিত ছিলেন অতিরিক্ত নবাগত পুলিশ সুপার কাজি আব্দুর রহিম, সহ সকল পুলিশ কর্মকর্তা সহ অফিসার গন।