চাঁদপুরের মাদক সম্রাট মুন্না এখন বন্ধি খাচায়
খায়রুল ইসলাম বিল্লাল
চাঁদপুরের কুখ্যাত মাদককারবারি মুন্না ৩৫০ পিচ ইয়াবা সহ আটক হওয়ার খবর পাওয়া গেছে খবরে জানা যায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ.কে.এম দিদারুল আলমের নেতৃত্বে মাদকদ্রব্য অধিদপ্তরের গঠিত রেডিং টীমসহ বৃহস্পতিবার বিকাল ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর পৌরসভাধীন তালতলা পাটোয়ারী বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। রেডিং টীমের চৌকষ অভিযানে কুখ্যাত মাদক সম্রাট মোঃ মনোয়ার হোসেন মুন্না (৩৫)’র বসতঘর তল্লাশী করে ঘরের ভিতর থেকে ৩৫০ পিস ইয়াবা উদ্ধারসহ তাকে গ্রেফতার করে।
এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মোঃ মজিবুর রহমান বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় ১টি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানান।