বিএনপি মনোনীত করলে আমি নির্বাচন করব–আলহাজ্ব মোশারফ হোসেন
চাঁদপুর প্রতিনিধি
আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থিতা প্রসঙ্গে চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন বলেছেন, চলমান করোনা এবং বন্যায় দেশের যে পরিস্থিতি এ মুহূর্তে নির্বাচন করা ঝুঁকিপূর্ণ। সাধারণ জনগণের কথা চিন্তা করে আমাদের দল নির্বাচনে যাবে কিনা সেটাও তো দেখতে হবে। তারপরও স্থানীয় সরকার নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে। বিএনপি গণতান্ত্রিক এবং নির্বাচনমুখী শক্তিশালী রাজনৈতিক দল। চাঁদপুর পৌরসভা নির্বাচনে দল যদি আমাকে দায়িত্ব দেয়, জনগণের এবং নেতা-কর্মীদের ভালোবাসায় আমি প্রার্থী হবো এবং নির্বাচন করবো।
তিনি আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচন প্রসঙ্গে চাঁদপুর কণ্ঠকে দেয়া প্রতিক্রিয়ায় এ কথা বলেন।
বিএনপি নেতা মোশারফ হোসেন আরো বলেন, আমাদের জেলার নেতা শেখ ফরিদ আহমেদ মানিক। তার নেতৃত্বে নেতৃবৃন্দ বসে যে সিদ্ধান্ত নিবে সেটাই বিবেচ্য হবে। মোটকথা দল আমাকে মনোনীত করলে আমি নির্বাচন করবো। দলের সিদ্ধান্তই চূড?ান্ত সিদ্ধান্ত।
চাঁদপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সাবেক ছাত্রনেতা মোশারফ হোসেনের মনোনয়ন অনেকটাই চূড?ান্ত বলে একটি সূত্রে জানা যায়