তাড়াশে বাড়ি থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে একটি পরিত্যক্ত বাড়ি থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ক্ষীরসিন গ্রামের একটি বাড়ি থেকে হেলাল উদ্দিন (৫০) নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হেলাল উদ্দিন দেশীগ্রাম ইউনিয়নের আড়ংগাইল গ্রামের জসিম উদ্দিনের মেয়ে সামন্তকে বিয়ে করে সেই বাড়িতেই থাকতেন। তার বাড়ি বগুড়া জেলার ধুনট উপজেলার মথুরাপুর গ্রামে।
গতকাল বৃহস্পতিবার পারিবারিক কলহের জেরে বাড়ি থেকে তিনি বেড়িয়ে যান। পরে শুক্রবার সকালে ক্ষীরসিন গ্রামের শ্মশানের দক্ষিণ পাশের একটি পরিত্যক্ত বাড়িতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী
তাড়াশ থানার ওসি মো. মাহবুবুল আলম জানান, মরদেহটি উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে তাড়াশ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।