দূরদর্শ্য ১৫-ই আগস্ট____//নাজনীন আক্তার
নিউজ ডেক্স
ভয়ংকর বিদীর্ণ চৌচির সেই প্রলয়ঙ্কারী কালো রাতের কথা বাঙালী ভুলেনি, ভুলবে না কোনদিন।
সেই নিকষ দুর্ধর্ষ পনেরো-ই আগস্ট জাতীর এক কলঙ্কিত অধ্যায়!
সেদিন রাত্রিতে ভয়ানক আক্রমণ চালিয়েছিল জাতির জনক বঙ্গবন্ধুসহ তার পুরো পরিবারের উপর;
ঘাতকরা দশ বছরের রাসেলের ছোট্ট প্রাণটাও ছাড়েনি সেদিন, বুলেটের আঘাতে রক্তাক্ত করে ভয়ংকর কষ্টে প্রাণ কেড়ে নিয়েছিলো।
প্রচন্ড শব্দে যখন ধানমন্ডি বত্রিশ নাম্বার বাড়ি কেঁপে উঠেছিল,,,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কালো ফ্রেমের চশমাটা চোখে দিয়ে বীরের মতো সাদা পাঞ্জাবীটি গায়ে দিতে দিতে নীচে নেমে আসে সিঁড়ি বেয়ে,,,
সেখানেই ঝাঁজরা করেছিলো বঙ্গবন্ধুর বুক পাঁজর।
তাজা রক্তধারা প্রবাহিত হলো পদ্মা-মেঘনা-যমুনা সহ তেরোশো নদী অববাহিকায়;
রক্তে রঞ্জিত হলো বাংলার মাটি, পথ-ঘাট লোকালয়।
পথভ্রষ্ট কুলাঙ্গাররা সেদিন বুঝেনি তোমার মুখের ভাষা, বঙ্গবন্ধু, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা, শেখ জামাল, কামালসহ একে একে সতেরোটি মানুষকে হত্যা করেছিলো এক নিমিষেই!
তোমার সাথে এক থালায় ভাত খেয়ে বেইমানি করেছিল ঐ মীরজাফরের দল।
সেই রাতের আকাশের তারাগুলো নির্ভীকার তাকিয়ে
বিভীষিকা বিষাদে নিষ্প্রভ আঁধার নামায়;
ঐসব দৃশ্যাবলী সেদিন বাংলার ইতিহাসে এঁকে দিলো কলংকিত কালো অধ্যায়!!
১৫/০৮/২০২০ইং–
রাত,১২ঃ৫৫ মিনিট।
গেন্ডারিয়া, ঢাকা।