চাঁদপুরে নানা আয়োজনে শোক দিবস পালিত
চাঁদপুর প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসক মাসুদুর রহমানের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ এর মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এছাড়া বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সেবামূলক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। দুপুরে চাঁদপুর শহরের মসজিদ,মন্দির ও ধর্মীয় উপাসনালয় বিশেষ প্রার্থনা ব্যবস্থা করা হয়। সান্ধ্যকালীন সময়ে ঘরােযা পরিসরে বঙ্গবন্ধুর জীবন বিষয়ক আলোচনা ব্যবস্থা করা হয়। এ সকল কর্মসূচীতে অংশগ্রহণ করেন,জেলা প্রশাসক মাজেদুর রহমান,পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম,চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা পরিষদ চেয়ারম্যান ওসমান পাটোয়ারী প্রমুখ।