আবারো হারানো মালামাল ফিরিয়ে দিয়েছে “চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতি ”
শাহরাস্তি প্রতিনিধি
গত কয়েক দিন পূর্বের বিজ্ঞপ্তি মোতাবেক একজন ব্যাক্তি নাম – মোঃ মিজানুর রহমান,মোবাইল নং – ০১৮৩৯০০৫১৯৩,পিতাঃ মোঃ আঃ হাই (লাল মিয়া),গ্রামঃ আশারকোটা (ভূঁইয়া), পোঃ পানিওয়ালা,উপজেলাঃ রামগঞ্জ,জেলাঃ লক্ষিপুর।উক্ত ঠিকানাধারী ব্যাক্তি সিএনজি অটোরিক্সাতে হারিয়ে যাওয়া মালামাল উপযুক্ত প্রমাণ দিয়ে আজ বিকেল ৫.০০ ঘটিকায় অত্র সমিতির সভাপতি,মোঃ আবুল হোসেন মজুমদারের নিকট থেকে বুঝিয়া নেন।