ফরিদগঞ্জে ১৭ হাজার ইয়াবা ও ৭০ হাজার টাকাসহ তিন মাদক ব্যবসায়ী আটক
জসিম উদ্দিনঃ ফরিদগঞ্জ
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানা পুলিশ সাড়ে ১৭ হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার দুপুরে উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশিয়ালী গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্বিতে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে নগদ ৭০ হাজার এবং একটি নাম্বার বিহীন মোটর সাইকেল উদ্ধার করে। আটককৃতরা হলো: শাশিয়ালী গ্রামের মামুন পাটওয়ারী (৪২) এবং চট্ট্রগ্রামের জেলার লোহাগাড়া উপজেলার রাসেল (৩৫) ও রেজাউল করিম (২২) সোমবার বিকালে চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) আফজাল হোসেন তিনি মাদক ব্যবসায়ীর বিষয়ে সাংবাদিকদের প্রেসব্রিফিংয়ে এই তথ্য জানান। তিনি এই সময় আরোও জানান, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এই বিষয়ে আমাদের কোন ছাড় নেই।
এব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান, আটককৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে কুমিল্লা ও ফেনীসহ বিভিন্ন স্থানে একাধিক মাদক মামলা রয়েছে।