পাগলিটাও মা হয়েছে বাবা হয়নি কেউ!
কক্সবাজার প্রতিনিধি
আজ দুপুর ১.৪০ সময় কক্সবাজার সদর মডেল থানা এলাকায় ডিউটি থাকা অবস্থায় হঠাৎ আমার চোখে পড়ে এক পাগলি মহিলা প্রসব বেদনায় কাতরাচ্ছে। আশেপাশে কেউ এগিয়ে আসছে না। এই দৃশ্য আমার হৃদয়কে নাড়িয়ে তুলেছে।
আমি দেখার সাথে সাথে আমার ইনচার্জকে বিষয়টা অবহিত করি। তারপর আমরা শত চেষ্টা করেও কাউকে পাশে পাইনি।
পরবর্তীতে আমার ডিউটি ইনচার্জ মহোদয় দুইজন মহিলাকে ডেকে আনে। তারা আসতে চাইনা, পরবর্তীতে তাদেরকে টাকা দিবো বলে তারা আসে।
ততক্ষনে পাগলি মেয়েটার সন্তান ডেলিভারি হয়ে যায়। পরবর্তীতে ওই দুইজন মহিলার হাতে কিছু টাকা দিয়ে গাড়িতে করে আমরা পাগলি মহিলাটাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করি।
বিঃদ্র:- আপনি বিপদে পড়লে কেউ এগিয়ে আসবে না পুলিশ ছাড়া।
ধন্যবাদ এমন পুলিশদের খবরটি জানার সাথে সাথে পাগলিটার পাশে দাঁড়ানোর জন্য