ভালুকার গার্মেস গুলি পরিদর্শন করেন এস পি মাজান
ময়মনসিংহ প্রতিনিধি
আজ বৃহস্পতিবার ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলাধীন জামিরদিয়া এলাকায় অবস্থিত P.A.Knit Composite Ltd. (Reedisha group) শিল্প প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন
শিল্প পুলিশ,ময়মনসিংহ অঞ্চলের পরিচালক এস পি মিজানুর রহমান।
সে সময় তিনি গার্মেস ফ্যক্টরীর শিল্পাঞ্চলে উৎপাদন, বিপণন, আমদানি, রপ্তানি, ব্যবসা পরিচালনা এবং শ্রমিকদের কাজের সহায়ক পরিবেশ বজায় রাখবার লক্ষ্যে
মালিক ও শ্রমিকদের সাথে কথা বলের,
তিনি আরো বলেন
শিল্প পুলিশ, ময়মনসিংহ জোন কাজ করে যাচ্ছে।
তিনি দায়িত্ব পাওয়ার পরে আজ এটা দ্বীতিয় পরিদর্শন