৭৫ পিচ ইয়াবা সহ মাদক সম্রাট নাজিম আটক
পুরানবাজার প্রতিনিধি
চাঁদপুর শহরের পুরানবাজার পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা সম্রাট নাজিম কে আটক করেছে।
জানা যায় গোপন সংবাদের বৃৃত্বিতে বৃহস্পতিবার রাত ৮ টা ২০ মিনিটের সময় পুরান বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মাসুদ এর নেতৃত্বে এস আই মোরশেদ সঙীয় ফোর্স নিয়ে ডালির ঘাট এলাকা হইতে নাজিম উদ্দিন হাওলাদার 22 পিতা মক্রম হাওলাদার গ্রাম পশ্চিম বাগাদী হাওলাদার বাড়ি থানা চাঁদপুর সদর জেলাঃ চাঁদপুর কে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ বিক্রি কালে আটক করেছে।
আটকের সময় তার কাছ থেকে একটি মোবাইল ও মাদক বিক্রির নগদ নগদ 6100 টাকা উদ্দার করে পুরানবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।
এ বিষয়েে ইনচার্জ মাসুদ বলেন, দীর্ঘ দিন ধরে ঢালীর ঘাট এলাকায় ইয়াবা সম্রাট নাজিম উদ্দিন মাদক বিক্রি করে আসছে,তার বিরুদ্বে পূর্বে দুইটি মাদক মামলা রয়েছে,
আটক কৃত আসামিকে চাঁদপুর সদর মডেল থানায় প্রেরন করা হয়।