সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী এখনো বেঁচে আছে
নিউজ ডেক্স
মহান মুক্তিযুদ্ধের ৮নং সেক্টরের সেক্টর কমান্ডার, চাঁদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লেঃ কর্ণেল (অবঃ) আবু ওসমান চৌধুরীর শারীরিক উন্নতির হয়েছে। তিনি ঢাকায় গুলশানের বাসায় চিকিৎসাধীন রয়েছেন।
২৮শে আগস্ট মঙ্গলবার বিষয়টি তার স্বজনরা নিশ্চিত করেছেন।
তাঁরা জানান,সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লে. কর্ণেল (অব:) আবু ওসমান চৌধুরীর মৃত্যুর গুঞ্জন ছড়ানো হচ্ছে।কোন উদ্দ্যেশ্যে এটি করা হচ্ছে আমরা জানিনা। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।
তাঁর স্বজনরা আরো জানান, গত দু’দিন ধরে তার শারীরিক অবস্থা কিছুটা ভালো। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠতে সবার কাছে দোয়া কামনা করছি।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তার মৃত্যুর গুজব ছড়ানো হচ্ছে।