চান্দ্রায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
নিজস্ব প্রতিনিধি
ফরিদগঞ্জের চান্দ্রায় সিএনজি উল্টিয়ে পথচারী নুসরাত জাহান (০৬) নামে ০১টি শিশু নিহত হয়েছে এবং সিএনজিতে থাকা চালকসহ ৫জন যাত্রী মারাত্মক আহত হন ।। বুধবার(২৬ আগস্ট) দুপুর ১২টার সময় জাফর উল্লাহ চৌধুরী বাড়ীর সংলগ্ন সড়কেই সড়ক দূর্ঘটনাটি ঘটে । জানা যায়, চান্দ্রা বাজারের দিখে আসা একটি দ্রুতগামী সিএনজিটির সামনে দিয়ে নুসরাত হঠাৎ দৌড় দিলে সিএনজি চালক নিয়ন্ত্রন হারিয়ে শিশুটির উপর উল্টিয়ে যায় এবং ঘটনাস্থলেই নুসরাতের মৃত্যু হয় । নিহত নুসরাত জাহান বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর গ্রামের বৌসের বাড়ীর মো. মিজান খানের ৩য় কন্যা ।