ফরিদগঞ্জে আট পিচ ইয়াবা সহ আটক একজন
ফরিদগঞ্জ প্রতিনিধি
চাঁদপুুর ফরিদগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধি অভিযান অব্যহত রেখেছেন বলে থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব উদ্দিন বলেন, তার আলোতে বুধ বার রাতে থানার এস আই জালাল, এএসআই দুলাল সঙ্গীয় ফোর্সসহ পঃ আলোনিয়া আলিগঞ্জ বাজার অভিযান করেন।
সে সময় অভিযানের ০৮( আট) পিচ ইয়াবা সহ বাবুল হোসেন, পিতা- ইব্রাহিম, গ্রাম- পূর্ব আলোনিয়াকে গ্রেফতার করেন বলে থানা সুএে জানান।
পরে আটক কৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করেন।