পাপি তো নই আমি–____//নাজনীন আক্তার —
নিউজ ডেক্স
সবার চোখের অগোচরে
মেতে ছিলে রঙ্গ-লীলায়;
একটু খানি ফূর্তিতে হায়
জন্ম দিলে আমায়।
কি ছিলো দোষ মা গো আমার
বলো না একবার;
কি অপরাধের সাজা বাবা
দিলে তুমি হায়!
দশমাস দশদিন পেটে রেখে
জন্ম হলো ভবে;
পাপি তো নই গো আমি
তবুও হলাম পাপি…
তাইতো আমি স্বীকৃতি পেলাম না
এ’সমাজের কাছেই।
সব শিশুদের-ই জন্ম হয়
একই নিয়মে ধরে—
আমায় কেন জন্ম দিলে বাবা-মা
অবৈধ, কোন স্বীকৃতি বিহনে?
জন্মের পরে ঠাঁই হলো না
মা’য়ের কোলে-পিঠে;
আমিও তো মা ছিলাম তোমার
নাড়ি ছেঁড়া ধন।
একটু খানি আদরও সোহাগ
জোটেনি তোমাদের হাতের;
জন্মের পরেই ভরলে আমায়
প্লাস্টিকের বেগে।
মুখটা বন্দী করে ফেলে এলে
ময়লার স্তুপে;
ময়লার ভেতর ফেলে আসা
মাংসপিণ্ড ছিঁড়ে খাচ্ছে
রাস্তার কুকুর বিড়াল কাকে!
এ দেখে মাগো কষ্ট হয় না বুঝি
তোমাদেরই বুকে?
অবুঝ এক শিশু আমি
মাফ করবো না তোমাদের;
সব বিচার চাইবো আমি
একদিন বিধাতার কাছে।।
গেন্ডারিয়া, ঢাকা।