কুমারখালির ছেঁউড়িয়ায় গড়াই নদীতে গোসল করতে যেয়ে এক ব্যাক্তি নিঁখোজ : এখন পর্যন্ত উদ্ধার হয়নি
রফিকুল ইসলাম কুষ্টিয়া
শুক্রবার সকাল ১১টার দিকে কুষ্টিয়ার কুমারখালি উপজেলার ছেঁউড়িয়া মন্ডল পাড়াস্থ গড়াই নদীতে গোসল করতে যেয়ে নূর নবী সেলিম (৪৫) নামের একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফায়ার সার্ভিস ও ডুবুরী দল অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। নদীতে পানি বেশী থাকায় ও স্রোত থাকায় উদ্ধার কাজে সফলতা আসেনি বলে আসেনি বলে জানা গেছে।
তবে নিঁখোজ সেলিম এর ভাই সুফী সাজেদুল ইসলাম ডালিম ও তার পরিবারবর্গ তাকে উদ্ধারের ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন।
এলাকাবাসী জানান, সে একজন ভালো মানুষ, তাকে উদ্ধারের জোর দাবী জানাচ্ছি।