কুষ্টিয়ার ছেঁউরিয়ার হাফিজুর মোল্লা সড়ক দুর্ঘটনায় নিহত
রফিকুল ইসলাম :
সোমবার কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউরিয়া মোল্লাপাড়া গ্রামের মৃত দবির উদ্দিন মোল্লার ছেলে হাফিজুর মোল্লা (৫৭) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।
স্থানীয়রা জানান, কুষ্টিয়া-রাজবাড়ি মহাসড়কের কুমারখালি উপজেলার ছেঁউড়িয়ার দবির মোল্লার রেলগেট সংলগ্ন মহাসড়কের এক পাশ থেকে অপর পাশে যাওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল সজোরে এসে হাফিজুরকে ধাক্কা দিলে তার মাথায় প্রচন্ড আঘাত লাগে ও প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
মৃত দবির উদ্দিন মোল্লার ১১জন ছেলের মধ্যে হাফিজুর রহমান ৮তম ছিলেন। মৃত্যুর সময় স্ত্রী ও এক পুত্রসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নিহত হাফিজুর মোল্লা জাতীয় দৈনিক লাখোকন্ঠ পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি সামরুজ্জামান সামুন এর আপন চাচা ছিলেন।
মঙ্গলবার সকাল দশটার সময় ছেঁউড়িয়া মোল্লাপাড়া জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।