ফরিদগঞ্জে ৩০ (ত্রিশ) ইয়াবাসহ দুই উইকেট হাতিয়ে নিযেছে পুলিশ
ফরিদগঞ্জ প্রতিননিধি
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে এবার একই সাথে মাদকের দুই উইকেট হাতিয়ে নিয়েছে,।
জানা যায় ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব এর নির্দেশে সোম বার রাতে থানার এস আই নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ফরিদগঞ্জ পৌরসভা এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে
গভীর রাতে এমন অভিযানে এলাকার মাদক সম্রাটের মধ্যে দুই জন মাদকের উইকেট হাতিয়ে নিয়েছে, কড়া অভিযানে যারা আটক হলো তারা হলো
১) সাইফুল ইসলাম রাড়ী(৩৮), পিতা- মৃত আতর আলি রাড়ী, গ্রাম- কাছিয়াড়া, ২) মোঃ সোহেল (৩০), পিতা- আঃ মান্নান, গ্রাম- বদরপুর ফরিদগঞ্জ চাঁদপুর।
একের পর এক মাদকের উইকেট হাতিয়ে নেবার কারনে ফরিদগঞ্জ থানা আজ মাদক মুক্ত বিজয়ের লক্ষে পৌছে গেছে, যার কারনে ফরিদগঞ্জ বাসি আজ বিজয়ের লক্ষে তাকিয়ে মাঠের পুলিশ অভিযানের প্রতি তাকিয়ে রয়েছে।
পুলিশের মাদকের হাতিয়ে নেওয়া দুই উইকেট আজ আদালতে প্রেরণ করবে, তবে পুলিশ মনে করে আটক কৃত উইকেট গুলি যেনো অধর ভবিৎসতে আর কখনো মাদক ব্যবসা খেলায় খেলতে না পারেন।