চাঁদপুরের ঝড়ের আঘাতে পল্টি ব্যবসায়ী মোঃ সুমন খানের ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
এম. এম কামাল।।
চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুরে ঝড়ের আঘাতে পল্টি ব্যবসায়ী মোঃ সুমন খানের প্রায় ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার রাত ৯ টার দিকে ঝড়ের আঘাতে ক্ষয়ক্ষতি হয়েছে।
এ মধ্যে ঝড়ের আঘাতে চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন সহ বিষ্ণুপুর ইউনিয়নে বিভিন্ন জনের ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পল্টি ব্যবসায়ী মোঃ সুমন খান।
পল্টি ব্যবসায়ী মোঃ সুমন খানজানিয়েছেন, মোঙ্গঁলবার সকালে আমাদের প্রতিনিধি স্বরজমি গেলে ঘূর্ণিঝড়ে আঘাতে ক্ষতিগ্রস্ত পল্টি ব্যবসায়ী মোঃ সুমন খান বিষয়ে দেখিয়ে বলেন, কাল রাতে ঝড়ের আঘাতে আমার পারম সহ আমাদের ইউনিয়নে আরো ঘরবাড়ি প্রচুর ক্ষয়ক্ষতি ও নষ্ট হয়েছে । ব্যবসায়ী বলেন, ঝড়ের আঘাতে আমি একবারে নিস্ব্য আমি সরককারী আর্থিক সহযোতা কামনা করছি।
ক্ষতিগ্রস্ত পল্টি ব্যবসায়ী মোঃ সুমন খান বলেন, আমার যে পরিমাণ ক্ষতি হয়েছে , সরকারি সহযোগীতা না পেলে ব্যবসা করা সহ সংসার চালাতেও আমার জন্য অনেক কষ্ট হবে।