ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থী খলিলুর রহমানের এলাকাবাসীর সাথে মতবিনিময়
আমান উল্যা আমান ঃ-
ফরিদগঞ্জ পৌরসভা সম্ভাব্য মেয়র প্রার্থী পৌরসভার প্যানেল মেয়র তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ খলিলুর রহমান শুত্রবার সকাল থেকে মধ্যান্য জুমার নামাজ বিরতিদিয়ে ব্যাপক পথসভা মতবিনিময় করেন সাধারণ জনগণের সাথে। ফরিদগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সুধীজন ও এলাকাবাসীর সাথে মতবিনিময় কুশলাদি বিনিময় করেন। ফরিদগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আগামী দিনের সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আত্ম প্রকাশ হওয়ার পর থেকে তিনি প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন তার দলীয় নেতৃবৃন্দ দের কে নিয়ে। ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা বীর মুক্তিযুদ্ধা হাজী আব্দুল আউয়াল সাহেবের সুযোগ্য সন্তান খলিলুর রহমান। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি এলাকাবাসীর উন্নয়নের স্বার্থে সহযোগিতা ও প্রতিশ্রুতি আশ্বাস দিচ্ছেন। এ সময় ফরিদগঞ্জ পৌরসভার আওয়ামী লীগ যুবলীগ অন্যান্য অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ তার সফরসঙ্গী ছিলেন। উল্লেখ্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন,৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম,৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ,ফরিদগঞ্জ পৌরসভা যুবলীগের সভাপতি সজীব আহমেদ,পৌরসভা সেচ্ছাসেবক লীগের সভাপতি উপজেলা যুবলীগের সদস্য আলাউদ্দিন,৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল খালেক মাস্টার, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি আরিফ মিজি,কালু পন্ডিত,ছাত্রলীগ নেতা হাবিব,রাকিব, মাসুম,জিল্লুর রহমান,আশিক ও হুমায়ুন পাটোয়ারী প্রমুখ।
বার্তা প্রেরক
আমান উল্যা আমান
চাঁদপুর প্রতিনিধি।