পুলিশ জনগনের বন্ধু – ডি আই জি হাবিবুর রহমান
তানজিলা ইসলাম গাজীপুর
বৃহস্পতি বার মকালে গাজীপুর পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)
তিনি বলেন অপরাধি যেই হউক না কেনো কাহকে ছার দেওয়া হবে না।, তাছারা পুলিশ হচ্ছে জনগনের বন্ধুু, জনগনের সঠিক সেবা সকলে নিশ্চিত করবেন, নিরহ মানুষ যেনো হয়রানীর শিকার না হয় সে দিক খেয়াল রাখার নির্দেশ দেন ডি আই জি।
সভা শেষে তিনি গাজীপুর জেলা পুলিশের বিভিন্ন স্থাপনার ভিত্তি প্রস্তুর স্থাপন করেন। অনুষ্ঠানে গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম এর সভাপতিত্বে জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগন, থানার অফিসার ইনচার্জসহ সকল পর্যায়ের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।