নবাগত চাঁদপুর সদর সার্কেল স্নিগ্ধা সরকারকে ফুলেল শুভেচ্ছা জানান জসিম উদ্দিন মিলন এল,এল,বি।
চাঁদপুর প্রতিনিধি
আজ বৃহস্পতিবার অতিরিক্ত পুলিশ সুপার চাঁদপুর সদর সার্কেল স্নিগ্ধা সরকারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান সোনালী চাঁদপুর নিউজ ডটকম এর ব্যবস্হাপনা সম্পাদক,ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি চাঁদপুর জেলার সুযোগ্য সেক্রেটারি, চাঁদপুর জজ কোর্টের ইন্টার্নশীফ এডভোকেট জসিম উদ্দিন মিলন এল,এল,বি।
জসিম উদ্দিন মিলন সোনালী চাঁদপুর নিউজ ডটকম কে জানান, সত্যিকার অর্থে আমরা চাঁদপুর বাসি গর্বিত,ব্যাখ্যা জানতে চাইলে জসিম উদ্দিন মিলন বলেন যে, আমাদের চাঁদপুরে এ পর্যন্ত যত জন পুলিশ কর্মকর্তা এসেছেন সবাই অত্যন্ত সচ্ছ,
পরিচ্ছন্ন,ন্যায়পরায়নাতার সাথে নিরলস ভুমিকার মাধ্যমে চাঁদপুরকে দিনের পর দিন উন্নতির শিখরে নিয়ে আসেন।
জসিম উদ্দিন মিলন এ সুযোগ্য পুলিশ কর্মকর্তা স্নিগ্ধা সরকারের সাথে আলাপচারিতার খুবই সন্তোষজনক ও ইতিবাচক ব্যাখ্যা দিয়েছেন,, তিনি অতিরিক্ত পুলিশ সুপার, সদর সারর্কেল স্নিগ্ধা সরকারের সার্বিক উন্নতি ও সফলতা কামনা করেন।