দেশে ধর্ষণ যেন থামছেইনা,যেন ধর্ষনের তুফান
জসিম উদ্দিনঃ
অনেক হয়েছে, এবং হচ্ছে বর্বর গন ধর্ষন মনে হয় দেশে ধর্ষনের সেঞ্চুরি। চিকিৎসা করতে গিয়ে ডাক্তারের কাছে রোগী ধর্ষণ। কবিরাজের কাছে গিয়ে রোগী দর্শন।কলেজের ছাত্রাবাসে ধর্ষন, প্রতিবন্ধী ধর্ষন, সন্তানের সামনে মাকে ধর্ষন, স্বামীর সামনে স্তী ধর্ষন,বাবা কর্তৃক মেয়ে ধর্ষন, শিল্প-কারখানায় নারী শ্রমিক দর্শন ।শিশু ধর্ষণ, সাহায্যের নামে ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে ধর্ষণ।মাদ্রাসায় শিশু বলৎকার টেকনাফ থেকে তেতুলিয়া শিশু বাচ্চাদের উপর নির্যাতন, মা জাতির উপর বিভিন্ন ভাবে নির্যাতন,ধর্ষন ,ধর্ষন….
কিন্তু নারীবাদী এসব নেত্রীরা কোথায়,, এবং কোথায় মানবাধিকারের নেতারা, কেন তারা কাঠের চশমা পড়ে বসে আছেন ,,সারা বাংলাদেশের মা জাতিরা জানতে চায়,, এবং
আমি একজন সেনাবাহিনীর বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে জানতে চাই আর কত নারী ধর্ষন হলে আর কত মা-বোনের ইজ্জত নষ্ট হলে আপনাদের চোখের থেকে কাঠের চশমাটা খুলে ফেলবেন,
এবং সারা বাংলাদেশের সাংবাদিক ভাইদের সাথে হাত মিলিয়ে প্রতিবাদের ঝড় তুলবেন এই স্বাধীন বাংলার মাটিতে।সবাই না জাগলে,দলমত, পেষা-ধর্ম-নারী -পুরুষ, নির্বিশেষে সবাই ধর্ষন।