আজ একটি ভেঙ্গে যাওয়া সংসারকে জোড়া লাগালেন জসিম উদ্দিন মিলন।
নিউজ ডেক্স
চাঁদপুর ফরিদগন্জে স্বামি স্ত্রীর দীর্ঘদিনের রেশারেশীতে গন্যমান্য ব্যক্তিবর্গের শালীসের মাধ্যমে দুই দম্পতীর সংসার বিচ্ছেদের চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় মানবতার ভুমিকা নিয়ে হাজির হলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি চাঁদপুর জেলার সুযোগ্য সেক্রেটারি , চাঁদপুর জজ কোর্টের ইন্টার্ণ এডভোকেট, সোনালী চাঁদপুর নিউজ ডটকম এর ব্যবস্হাপনা সম্পাদক, জসিম উদ্দির মিলন এলএল বি।
মানবাধিকার সমিতির বর্ষীয়ান এ নেতা ঘটনা স্হলে গিয়ে দুই দম্পতী কে বিচ্ছেদের দিকে না দিয়ে মুছলেকার মাধ্যমে নতুন করে সংসার করার ব্যবস্হা করে দিয়ে এক উজ্জ্বল দৃস্টান্ত স্হাপন করেছেন। একে বলে মানবতার সেবক, তিনি হলেন জসিম উদ্দিন মিলন।
আমরা সোনালী চাঁদপুর নিউজ পরিবার জসিম উদ্দিন মিলন কে এ মহতি উদ্যোগের জন্য দোয়া, প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।আমীন