ফরিদগঞ্জে নারীর প্রতি সহিংসতার অবসান চেয়ে অবস্হান কর্মসূচি পালন করছে বিভিন্ন সংঘঠন
জসিম উদ্দিন,ফরিদগঞ্জ থেকেঃ
নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূর ওপর যৌন নির্যাতন সহ সারাদেশে চলমান নারী ধর্ষণ, যৌন সহিংসতা এবং বীভৎস নির্যাতনের ঘটনার সম্পৃক্তদের বিচারের দাবিতে ফরিদগঞ্জ লেখক ফোরামের আয়োজনে উপজেলার প্রায় ১৫ টি সামাজিক সংঘঠন অবস্হান ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।
রবিবার (১১অক্টোবর) সকালে ফরিদগঞ্জ উপজেলা গেইডের সামনে অবস্হান কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় তাদের হাতে ধর্ষন বিরোধী শ্লোগান, অভিযুক্তদের শাস্তির ও নারী নির্যাতন বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। এসব কর্মসূচি থেকে ধর্ষক ও নির্যাতকারীদের গ্রেপ্তার, দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে।