মানুষের ভালোবাসা আর ফুলে ফুলে শিক্ত হলেন মোহাম্মদ আলী মাঝি
এস আর শাহ আলম
মানুষের ভালোবাসা আর ফুলে ফুলে শিক্ত হলেন মোহাম্মদ আলী মাঝি, সাধারণ মানুষ এবারো প্রমান করেছেন ভোটের পাহারে বিজয় করে, ভোটাররা প্রমান করেছে এলাকার উন্নয়ন আর যৌগ্যতার এক মাএ সেবক তিনি, যার কারনে এবারো ভোটাররা তাকেই বেছে নিয়েছে নিজেদের সেবক হিসেবে,
গত ১০ ই অক্টোবর চাঁদপুর পৌর সভার ভোট যুদ্ধের লড়াই ছিলো, সেই লড়াইয়ে ১ নং ওয়ার্ডের কাুউন্সিলর হিসেবে আোয়ামীলীগের দলীয় মনোনীত পদ প্রার্থী হিসেবে মোহাম্মদ আলী মাঝি দ্বিতীয় বারের মত নির্বাচনে অংশ গ্রহন করেন, তার অংশ গ্রহনে, ভোটাররা সততার পরিচয় দিয়েছে, বিপোল ভোটে বিজয়ি করে ঘরের সন্তানকে তাদের সেবা করার দায়িত্ব দিয়েছেন মাইল ফলক ভাবে, যাহি কখনো তিনি ভূলতে পারবে না, আর ভোলার নয়,
সেই বিজয়ের পর থেকে মঙ্গল বার পর্যন্ত কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝির নিজ বাস ভবন পুরানবাজার নিতাইগঞ্জ রোডে শত শত মানুষের ঢল নেমে আসে, সেই ঢলে মানুষের ভালোবাসায় ফুলে ফুলে শিক্ত হয়, দলীয় নেএি বৃন্দু সহ এলাকা বৃত্বিক মানুষের ফুলেল শুভেচ্ছায় তিনি মুগ্ধ হন, তার সাথে মিষ্টি মোখরে পরিণত হয় গোটা বাড়িটি, এ যেনো মাইল ফলক চোখে পড়ার মত, আজ ওয়ার্ড বাসি যোগ্য মানুষ টিকে যেমনে করে ফুলে ফুলে সজ্জিত করেছে ঠিক তেমনি করে প্রথম বারও হয়েছে, এবারের বিজয় নিয়ে তিনি দ্বীতিয় বার নির্বাচিত হয়েছেন,
এখন মানুষ মনে করেন এবারো এলাকার ব্যপক উন্নয়ন হবে, এবং কাউন্সিলর নয় সেবক হিসেবে তিনি এবারো নিজেকে প্রতিষ্টিত করবে এমন টাই আশা ব্যক্ত করেন সাধারণ মানুষ।