পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালককে বিদায়ী সংবর্ধনা জানালো সোনালী চাঁদপুর নিউজ
নিউজ ডেক্স
এক জন মানবিক ও মানব প্রেমী মানুষ, যার বিদায় বেলা শুধুই অতিথের সৃতি, দুঃখ্য কষ্টের চাঁদরে মোড়ানো আরেকটি নতুঁন অধ্যয়, যার শুভ সূচনা পথ শুভ যাএায় শুরু হয়, নতুঁন কর্মস্হল হবে জীবনের আরেকটি বেচে থাকার লড়াই, সেই লড়াইয়ে জয়ি হবে কর্ম জীবনের স্বপ্নের নক্ষএ, এমন আশা আর প্রত্যাশাকে সামনে রেখে আমাদের বিদায় বেলা,
মাএ দেরটি বছর চাঁদপুর জেলা বাসিকে আপন করেছেন, দক্ষতা আর সততার মর্যাদা আমারা দিতে পারি নি, তবে মানুষের শ্রদ্ধা আর ভালোবাসা টুকু নিয়ে চলে যেতে হলো আমাদের ছেরে। শেষ সময়ের পরন্ত দুপুর আজ বুধ বার ঠিক তিন টার সময় সহ কর্মি আর জেলা বাসিকে ছেরে নতুঁন কর্মস্হল ফরিদপুর ছুটে গেলেন চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক এ এইচ এম রাশেদ, হঠাৎ করে বদলীর আদেশ, এ যেনো অবাক হবার মত, তবুও মেনে নিতে হবে, আজ না হয় কাল একদিন ত এই জেলা থেকে অন্য জেলায় যেতে হবে, ভাগ্যের নির্মম পরিহাস এটাই সরকারি চাকুুরি জীবিদের জীবন সংগ্রাম,
তিনি ছিলেন জনপ্রিয় অন লাইন প্রোর্টাল সোনালী চাঁদপুর নিউজ ডট কম এর একজন প্রাণ প্রিয় পাঠক, তাছারা নিজেই ছিলেন এক জন কলম সৈনিক,, কোন অনুষ্টান কিনবা অভিযান বা পরিদর্শন হলেই খুব সুন্দর করে প্রথমতে সংবাদ টি আমাদের পএিকায় পাঠিয়ে দিতেন, তবে লক্ষণীয় বিষয়।, সংবাদ গুলি কখনো এডিটিং করা লাগত না, এমন দক্ষ কর্ম কর্তা আমরা আর পাবো কিনা সেটাও দেখার বিষয়।
যার বিদায় রজনীতে সোনালী চাঁদপুুর নিউজ ডট কম অন লাইন পএিকার পক্ষ হতে পরিবেশ অধিদপ্তর এর উপ পরিচালক এ এইচ এম রাশেদ কে বিদায়ি সংর্বধনা দেওয়া হয়,
সোম বার দুপুরে শহরের কার্যালয়ে এ এইচ এম রাশেদের হাতে বিদায়ি সংর্বধনা স্বারক টি তুলে দেন পএিকার প্রতিষ্টাতা ও প্রকাশক এস আর শাহ আলম, ও পরিচালক খায়রুল ইসলাম বিল্লাল, সে সময় উপস্হ্যত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক উত্তম,
জানা যায় রাশেদ ফরিদপুর জেলার উপ পরিচালক হিসেবে যোগদান করলেও,, আর তিনটি জেলার দায়িত্ব পালন করতে পারবেন যার মধ্যে শরিয়তপুর, মাদারীপুর,ও গোপালগঞ্জ জেলার,
সবার কাছে তিনি দোয়া ও সহযোগীতা চেয়েছেন।