দৈনিক চাঁদপুর সময় পএিকার বিশেষ প্রতিনিধি হলেন বিল্লাল
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের বহু আলোচিত দৈনিক চাঁদপুর সময় পএিকার বিশেষ প্রতিনিধি হিসেবে মোঃ খায়রুল ইসলাম বিল্লাল নিয়োগ লাভ করেছেন,
শুক্র বার বিকেলে শহরের বাস ষ্ট্রান্ডএলাকার প্রধান কার্যালয়ে পএিকার প্রতিষ্টাতা প্রকাশক ও সম্পাদক মোঃ এরশাদ খানের হাত থেকে খায়রুল ইসলাম বিশেষ প্রতিনিধির পরিচয় পএটি হাতে নেন, সে সময় উপস্হ্যিত ছিলেন দৈনিক সময় পএিকার বার্তা সম্পাদক এস আর শাহ আলম, চাঁদপুর জেলা কৃষক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক, সহ পএিকার প্রতিনিধি বৃন্দ
এছাড়াখায়রুল ইসলাম বিল্লাল, সোনালী চাঁদপুর নিউজ ডট কম অন লাইন প্রোর্টালের পরিচালক হিসেবে রয়েছেন, তিনি জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক, ও চাঁদপুর ড্রামার সাবেক ১১ বারের সভাপতি সহ বিভিন্ন সামাজিক কর্ম কান্ডের সাথে জড়িত রয়েছেন।
তিনি চাঁদপুর জেলার সকল সাংবাদিক, পুলিশ ও সাধারণ মানুষের কাছে সহযোগীতা ও দোয়া চেয়েছেন,