গাজীপুরে অটোচালক খুন
তানজিলা ইসলাম গাজীপুর
গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানার সারদাগঞ্জ এলাকায় রুবেল (১৮) নামে এক অটোচালক খুন হয়েছেন।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
গত বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।
রুবেল নওগাঁর রানীনগর থানার দেবরাগাড়ী এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জলিল মিয়া জানান, দুপুরে সারদাগঞ্জ এলাকায় সড়কের পাশে রুবেলের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসআই জলিল মিয়া জানান, নিহত রুবেল কলেজশিক্ষার্থী ছিলেন। করোনার কারণে কলেজ বন্ধ থাকায় তিনি ভবানীপুর এলাকায় ভাড়া বাসায় থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন