রোজাদার পথচারী ও অসহায়দের জন্য ছাত্রনেতা আকাশ মারুফ এর ইফতার বিতরণ…
ময়মনসিংহ প্রতিনিধি
মানবিক ছাত্র নেতা আকাশ মারুফ ইফতার উপহার, তরুণ প্রজন্ম ছাত্রসমাজ সংস্থার পক্ষে থেকে ইফতার উপহার রোজাদার পথচারী এবং পথশিশু দারিদ্র অসহায়দের মাঝে কয়েক শ শতাধিক মানুষকে মাঝে ইফতার নিজ উদ্যোগে বিতরণ করে থাকে দেশের দুর্যোগ মুহূর্তে পথচারীরা খাবার হোটেল বন্ধ থাকায় মানুষের কষ্ট এবং ক্লান্তির কথা চিন্তা করে তরুণ প্রজন্ম ছাএসমাজ নিজ উদ্যোগে ইফতার আয়োজন করে থাকে আমরা ইতিমধ্যে দেখেছি তরুণ সমাজের অহংকার মেধাবী ছাত্রনেতা আকাশ মারুফের নিজ উদ্যোগে আরো সামাজিক বেশকিছু উদ্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছে এবং তারই ধারাবাহিকতায় ইফতারের আয়োজন করে থাকে, সে ছাত্র লেখাপড়া অবস্থায় তার নিজের আর্থিক জমানো টাকা পয়সা দিয়ে সমাজের অসহায়দের মাঝে ইফতারের আয়োজন করে থাকে. এই উদ্যোগে চরপাড়ার বিভিন্ন প্রতিনিধি জানিয়েছেন আকাশ মারুফ চরপাড়া সামাজিক নানা কাজের ভূমিকা রেখে থাকে এবং ভাল কাজ করে থাকে ।